দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন মেতে উঠেছেন হোলি খেলায়।


মঙ্গলবার,১০/০৩/২০২০
614

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ফাগুনের আবহাওয়ায় দিনভর হুল্লোড়ে কাটলেও আনন্দের রেশ কমেনি। আজ হোলি, সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে এই উৎসব। কচিকাঁচা থেকে সকলে সামিল হয়েছেন আজ রঙের এই উৎসবে। নাচে গানে হই হুল্লড়ে সকলে মেতে উঠেছেন এই উৎসবে। হোলি শব্দের উৎপত্তি হয়েছে হোলা থেকে। যার অর্থ হল আগাম ফসলের প্রত্যাশায় ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন। সংস্কৃত শব্দ হোলকা অর্থাৎ অর্ধ-পক্ব শস্য থেকেও হোলি শব্দটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। এখনও এই সমস্ত অঞ্চলে হোলির দিনে অর্ধ পক্ব গম এবং ছোলা খাওয়ার রীতি আছে।পাঞ্জাবে হোলির দু মাস পরে অর্থাৎ বৈশাখ মাসে গম কাটা হয়ে থাকে, তাই অনেকসময় এই হোলি উৎসবকে আগাম শস্য সংগ্রহ করার উৎসব হিসাবে চিহ্নিত করে কৃতজ্ঞতাজ্ঞাপন করা হয়।হিরণ্যকশিপুর কনিষ্ঠ ভগিনী হোলিকার নামানুসারে হোলি শব্দটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট