কলকাতাঃ আজ হোলি, সারা দেশে সমারোহে পালিত হচ্ছে এই উৎসব। কচিকাঁচা থেকে সকলে সামিল হয়েছেন আজ রঙের এই উৎসবে। নাচে গানে হই হুল্লড়ে সকলে মেতে উঠেছেন এই উৎসবে। সবমিলিয়ে হোলিতে মাতোয়ারা রাজ্যবাসী।
হোলিতে মাতোয়ারা রাজ্যবাসী
মঙ্গলবার,১০/০৩/২০২০
454
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---