এদিন সকাল থেকে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের মধ্য দিয়ে বিভিন্ন ঐতিহ্য মেনে পালিত হয়েছে দোলযাত্রা। চলেছে শ্রীকৃষ্ণের আরাধনা। দোল উৎসবে মাতোয়ারা নদীয়ার মায়াপুর। সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে মন্দির চত্বর জুড়ে। প্রতিবারের মত এই বছরেও মায়াপুর মন্দির চত্বরে উৎসবের আমেজ। এখানে প্রতিবছর দেশ বিদেশ থেকে বহু অতিথি আসেন এই দোল উৎসবে। মায়াপুরের প্রাচীন ও ঐতিহ্য বাহী এই উৎসবে আজ সামিল হয়েছেন হাজার হাজার মানুষ।
দোল উৎসবে মাতোয়ারা নদীয়ার মায়াপুর।
সোমবার,০৯/০৩/২০২০
857
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---