দোলযাত্রা উপলক্ষে পাড়ায় পাড়ায় রং খেলা হয়েছে চিরাচরিত মেজাজে।


সোমবার,০৯/০৩/২০২০
986

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ দোল উৎসব সকাল থেকেই উৎসবের মেজাজে রাজ্যবাসী। দোলযাত্রা উপলক্ষে পাড়ায় পাড়ায় আজ রঙ খেলা হয়েছে চিরাচরিত মেজাজে। রঙের উৎসবে সকাল থেকেই রাজনীতি জগত থেকে শুরু করে টলি জগতের কলাকুশলিরাও অংশ গ্রহন করেছিলেন। প্রতি বছর নানা ধরনের পিচকারিতে ছেয়ে যায় বাজার। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই দোল উৎসবে সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ।  এছাড়া পাড়ায় পাড়ায় রঙের উৎসবে মেতেছিলেন কচিকাঁচা সহ আরও অনেকে। বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম আর ছোটদের কপালে আবিরের টিপ পরিয়ে আশির্বাদের মধ্যে দিয়ে এযুগের বাঙালি আজও বঙ্গদোলের প্রাচীন রীতি মেনে চলেছে। তার সঙ্গেই চলল মিষ্টিমুখ।সাথে চলল শুভেচ্ছা বিনিময়।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট