শুরু হয়েছে সচেতনতার প্রচার সমুদ্র সৈকতে


রবিবার,০৮/০৩/২০২০
1124

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দীঘাঃ প্রতি বছর হাজার হাজার পর্জটক ভীড় জমান সমুদ্র সৈকত দীঘাতে। এছাড়া হোলির আগেই উপছে পড়ে ভীড় সমুদ্র সৈকত জুড়ে। এছাড়া এই বছরেও কিছুটা হলেও পাল্টেছে ছবিটা। অন্য বছরের তুলনায় এই বছর সেইভাবে এই হোলি উৎসব ঘিরে তেমন কোন উৎসাহ বা উদ্দীপনা নেই পর্জটকদের কাছে। তাঁর মুল লারন মারন ভাইরাস করোনা। তাঁর আতঙ্কে জেরবার পর্যটক মহল। প্রতিবারের তুলনায় সমুদ্র সৈকতে এই বছরের ছবিটা একেবারেই আলাদা। পর্যটক দের সেভাবে দেখা নেই সমুদ্র সৈকত জুড়ে। প্রতিবছর দিঘাতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটকরা আসেন। তাই করোনার আতঙ্কে বেশ কিছু হোটেল বুকিং-ও বাতিল হয়েছে। আজ সকাল ১১টা থেকে দিঘা স্বাস্থ্য দপ্তর, রামনগর পঞ্চায়েত সমিতি, হোটেলিয়ার্স এসোসিয়েশনের তরফে চলছে নজরদারি ও সচেতনতা শিবির। এবারের হোলি উৎসবে রঙের দিনে করোনা ভাইরাসের আতঙ্ক যে অনেকটাই গ্রাস করেছে তা বলাই যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট