প্রাথমিক বিদ্যালয় সহ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে একাধিক নির্দেশ জারি করা হয়েছে। দেশ জুড়ে যেভাবে থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস তাঁর ফলে স্বাভাবিক ভাবে দুশ্চিন্তার কালোমেঘ ভীড় করেছে সাধারন মানুষের কপালে। এছাড়া এই ভাইরাসের মোকাবিলা করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে কেন্দ্রীয় সরকার। পাশপাশি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলিকেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়া সুত্রের খবর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত জম্মু ও সাম্বা জেলার সব প্রাইমারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। একইসঙ্গে বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনাভাইরাসের দাপট শুরু হওয়ায় স্কুল থেকে শুরু করে শিক্ষারও সর্বস্তরে সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণের তৎপরতা চলছে।
শনিবার,০৭/০৩/২০২০
744
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---