ইতিমধ্যে দেশজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক সাধারনের চোখেমুখে। এছাড়া এই ভাইরাসের প্রভাব পড়েছে বিভিন্ন অনুষ্ঠানে। এছাড়া রাজ্যে সহ দেশের নানান স্থানে এই বছর বসন্ত উৎসব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি করোনা ভাইরাসের জেরে অনেক টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে আবার অনেক টুর্নামেন্ট বাতিল হয়ে যাচ্ছে।এমন পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিলেন আইপিএলে বিন্দুমাত্র প্রভাব পড়বে না করোনা ভাইরাসের।শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, নির্ধারিত সময়েই হবে এ বারের আইপিএল। এ ছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে।
সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিলেন আইপিএলে বিন্দুমাত্র প্রভাব পড়বে না করোনা ভাইরাসের।
শনিবার,০৭/০৩/২০২০
728
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---