রবিবার দোলের আগে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।


শনিবার,০৭/০৩/২০২০
926

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ ভরা বসন্তে অকাল বর্ষনে ভিজল কলকাতা। চলতি সপ্তাহে দফায় দফায় বৃষ্টি হয়েছে শহর কলকাতা জুড়ে। বৃষ্টির হাত থেকেই কিছুতেই বিরাম নেই আমজনতার। কিন্ত এরই মধ্যে খুশির খবর শুনিয়েছে আবহাওয়াদপ্তর সুত্রের খবর রবিবার দোলের আগে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বসন্তে এমন অকাল বর্ষণের কারণ পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাত। সেই সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত। কলকাতা-সহ প্রায় সারা রাজ্যে একই পরিস্থিতি। দফায় দফায় বৃষ্টিতে ভোগান্তির মুখে পড়েছে অফিস ফেরত যাত্রীরা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার।তবে রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ  সোমবার দোলের আগেই আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট