রবীন্দ্রভারতীর ঘটনা বাংলাকে কালিমালিপ্ত করেছে: পার্থ চট্টোপাধ্যায়


শনিবার,০৭/০৩/২০২০
867

রবীন্দ্রভারতী নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে যারা বসন্ত উৎসবের নামে অশ্লীল উৎসব করছে, কি বলবো আর কিছু বলার নেই। আমি উপাচার্যর সাথে কথা বলেছি । খুব লজ্জাজনক ঘটনা। কিছু বলার নেই । বাংলাকে কালিমা লিপ্ত করছে। তারা আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কর্তৃপক্ষকে বলছি এমন কোনো উৎসব করা যাবে না, যেখানে বাইরের কেউ এসে অশ্লীল উৎসব করবে সেটা হবেনা । শুক্রবার সাংবাদিকদের এই ভাবেই রবীন্দ্রভারতীর ঘটনার প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, সাইবার ক্রাইমএ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রেসিডেন্সি নিয়েও প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পড়ুয়ারা যে আন্দোলন করছে এটা সমর্থন যোগ্য নয় । ছাত্রীদের অভিযোগ থাকলে জানাক, কিন্তু রাস্তা অবরোধ করে মানুষকে বিপাকে ফেলে দিয়ে আন্দোলন মানা যায় না। দাবি থাকলে কর্তৃপক্ষ কে বলুক, না মানলে আমাকে জানাক। কিন্তু এটা মানা যায় না । দরকার পড়লে আমার কাছে এসে জানাক । এরা কারা আমি জানিনা ,যে হোক দাবি গুলো কি, সে গুলো জানাক । আগে হোস্টেল নিয়ে বলেছেছিলো সেটা করে দেওয়া হয়েছে। কি চাইছে সেটা আগে জানাক। ক্যান্টিন নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ আছে, ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ কে বিপাকে ফেলবে সেটা মানা যায়না।
রাজ্যপাল নিয়ে আমি কিছু বলবোনা ,উনি প্রচারপাল । প্রতিদিন ওনাকে নিয়ে বলতে পারবোনা। উনি যা যা বলছেন তা পুরনো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট