বিশ্ব জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্কিত বিশ্ববাসী


শুক্রবার,০৬/০৩/২০২০
637

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

স্বাস্থ্যমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, দেশে ৩১ জনের দেহে নিশ্চিতভাবেই করোনাভাইরাস ধরা পড়েছে। তাঁদের মধ্যে আছেন ১৬ জন ইতালীয় নাগরিক। এছাড়া দিল্লিতে আজ দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এ রাজ্য থেকে ৬ জন চিকিৎসক ওই শিবিরে যোগ দেন। অন্যদিকে করোনা-আতঙ্কের জেরে ‘হোলি-মিলন’ উৎসব বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী।এছাড়া করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বড় জমায়েত এড়িয়ে চলা বা স্থগিত রাখার জন্য বলা হয়েছে ওই নির্দেশিকায়।অন্যদিকে চীনে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩,০৪২ জন। শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮০,৫৫২ জন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট