করোনাভাইরাস মোকাবিলা নিয়ে নির্দেশিকা জারি করল ভারতীয় সেনা।


শুক্রবার,০৬/০৩/২০২০
845

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ধীরে ধীরে করোনাভাইরাস থাবা বসাচ্ছে এই দেশে। চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে দিনদিন। শুধু তাই নয় চীন ছাড়াও বিশ্বের নানান দেশে এই ভাইরাসের আক্রান্তের খবর মিলছে প্রায়শই। কোথা থেকে এই ভাইরাসের উৎপত্তি সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। স্বাভাবিক ভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে আমজনতার মনে। সুত্রের খবর ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন তিরিশ।

 

এদিন সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি জানান, ভারতে সব মিলিয়ে মোট ২৮ হাজার ৫২৯ জনকে নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি করোনাভাইরাস মোকাবিলা নিয়ে নির্দেশিকা জারি করল ভারতীয় সেনা।দেশের সবকটি সামরিক হাসপাতালগুলিকে বলা হয়েছে, দ্রুত আইসোলেশন ওয়ার্ড এবং পৃথক বহির্বিভাগ চালু করতে।এছাড়া  স্থানীয় অসামরিক চিকিৎসা আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট