কবিতা ।। শুধুই একাকী – নীতীশ মল্লিক


শুক্রবার,০৬/০৩/২০২০
2665

শুধুই একাকী

নীতীশ মল্লিক

উন্মুক্ত প্রান্তরের মাঝে
আমি একা- শুধুই একা ।
এখানে কোনো ছায়া নেই,
মায়া নেই, ভালবাসা নেই।
সূর্যের দহনজ্বালা তাপ
শরীরকে বিদীর্ণ করে বিদায় নেয়।
আর চন্দ্র বিগলিত জোসনার
শিশির রূপের অশ্রু
হৃদয়ের পট মলিন করে।
সূর্যের রশ্মি আর চাঁদের জোসনার মাঝে
জীবন প্রবাহিত হয়
সুপ্ত গতিতে,
উন্মত্ততায় – দিকে দিকে।
চারিদিকে ধূলিঝড় আর
উত্তপ্ত বালুকারাশির বন্ধনে
মায়াহীন ছায়ারূপে
জীবনের বন্ধন প্রকৃষ্ট হয়।
এই ধূলিঝড়ের মধ্যেও আমি একা—
জীবনের বাঁক নেই, বাধা নেই,
এমনকি জীবনের মূল্য‌ই নেই।
দিক চিহ্নহীন পথে প্রবহমান-
আমি একা- শুধুই একা।
শুধু আমি —
একাকী।

নীতীশ মল্লিক

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট