গায়ের জোরে ভোট করা যাবে না। রিগিং করা যাবে না। দিদি এই সব পছন্দ করেন না। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনের দলীয় বৈঠকে কাউন্সিলরদের এই নির্দেশ দিলেন দলের শীর্ষ নেতারা। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, পারফরমেন্স দেখে টিকিট দেওয়া হবে। কোন ভুল করে থাকলে মানুষের কাছে ক্ষমা চান। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে। খারাপ ব্যবহার করা যাবে না।
গত কাল মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষনা করেছিলেন। সেই নিয়ে আলোচনা হয়েছে। দিল্লিতে বিজেপির চুপ করে থাকার কারণে বুধবার তিনটে থেকে চারটে ধিক্কার মিছিল হবে। দিল্লির গণহত্যার প্রতিবাদে।
সাংগঠনিক আলোচনা হয়েছে এই দিনের বৈঠকে। স্বচ্ছ ভাবমূর্তি থাকতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই কথা জানিয়েছেন।