মহানাগরিক ফিরহাদ হাকিমের জনচেতনা যাত্রা


সোমবার,০২/০৩/২০২০
562

মহানাগরিক ফিরহাদ হাকিম জনচেতনা যাত্রা করেন। তিনি 82 নম্বর ওয়ার্ডে প্লাস্টিক এর ব্যাগ বর্জনের আবেদন করে প্লাস্টিক মুক্ত ব্যাগ বিলি করেন।
প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে নিজের হাতে ব্যাগ দেন । তিনি বলেন পরিবেশকে ঠিক রাখার জন্য প্লাস্টিকের ব্যাগ বর্জন করে কাপড়ের ব্যাগ ব্যবহার করতে। এর আগে বাজারে বাজারে গিয়ে ব্যাগ বিলি করে প্লাস্টিকের ব্যাগ বর্জন করার কথা বলেছিলাম কিন্তু তাতে সচেতনতা না বাড়ায় আজ বাড়িতে বাড়িতে বিলি করছি। পুরসভার প্রচার প্রসঙ্গে তিনি বলেন আমরা সারা বছর পড়াশোনা করি, যারা ভোট পাখি হয় তারাই ভোটের সময় উড়ে আসে এবং তৎপরতা দেখান। ভোটের পর উড়ে চলে যান, আমরা সারা বছর সরোবরে থাকি তাই নিজেদের পরীক্ষার সময় আমরা ভয় পাই না।

অমিত সাহ আসার প্রসঙ্গে বলেন বাংলায় যেই আসুন CAA ও NRC নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবেন না, কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় CAA ও NRC র বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। আসামে 19 লক্ষ বাঙালিকে তাড়িয়ে দেবার ব্যবস্থা হচ্ছে, তার জবাব অমিত শাহ কোথা থেকে দেবেন। তাই অমিত শাহের আসা নিয়ে আমরা একদমই ভাবিত নই

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট