আগামী বিধানসভায় এ রাজ্যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, বললেন অমিত শাহ।কোনও রাজপুত্র বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন না। বাংলার মাটি থেকে উঠে আসা ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ‘মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। বাংলা ৪২-এ ১৮টি আসন দিয়ে বিজেপিকে ৩০০ আসন পার করিয়েছে। বিধানসভা ভোটেও বাংলায় বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।আজকের সভা থেকে শুরু হচ্ছে আর নয় অন্যায় অভিযান।
আজকের সভা থেকে শুরু হচ্ছে আর নয় অন্যায় অভিযান। বললেন ;অমিত শাহ
রবিবার,০১/০৩/২০২০
755
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---