নয়া আইনকে সামনে রেখে উদ্বাস্তু হিন্দুদের মন জয় করার চেষ্টাই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ থেকেই গোটা বাংলা জুড়ে চলবে আর নয় অন্যায় অভিযান। রানি রাসমণি রোডের মঞ্চ থেকে এমনই আহ্বান জানিয়েছেন অমিত শাহ।সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, তা নেওয়ার জন্য নয়। তিনি আরও বলেন বিজেপি কর্মীরা বাংলার মানুষের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে অন্যায় রুখে দেবে। কোনও রাজপুত্রর হাতে আগামীতে বাংলার শাসনভার যাবে না।রাজ্যে পরবর্তি বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গড়বে বলেও সরব হন অমিত শাহ। তিনি বলেন, লোকসভায় ১৮ আসন জিতেছি। একুশে দুই তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় আসব।
সিএএ-র থেকে আপনাদের নাগরিকত্ব যাবে না।;অমিত শাহ
রবিবার,০১/০৩/২০২০
620
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---