অমিত শাহ শহীদ মিনারের সভায় বলেন, মোদীজি সিএএ এনেছেন। পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্থানের সংখ্যাবলঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে।আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিই যে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা-ও দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন পাঁচ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে সোনার বাংলা গড়ে তুলব।
‘মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। ;অমিত শাহ
রবিবার,০১/০৩/২০২০
557
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---