কলকাতাঃ শহরের বিভিন্ন প্রান্তে আজ বারবার বিক্ষোভের ছবি উঠে এসেছে, বিরোধীদের সাথে পুলিশের ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙতে থাকেন বিক্ষোভকারীরা। আজ অমিত শাহ কলকাতায় এসেছেন তাঁকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। শহরের বিভিন্ন প্রান্তে এই ছবি দিনভর ধরা পরেছে আজ। গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে।
কালো পতাকা দেখানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।যাদবপুর, সন্তোষপুর, এন্টালি, কৈখালি, পার্ক সার্কাস, গড়িয়াহাট, শ্যামবাজার প্রভৃতি জায়গায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন বাম ও কংগ্রেস কর্মীরা। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা ‘দিল্লি হিংসার নায়ক অমিত শাহ গো ব্যাক’,। এছাড়া বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে স্বাগত নন।”
কৈখালি, পার্ক সার্কাস, বেকবাগান, সন্তোষপুর, এন্টালি, ধর্মতলা-সহ একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখান বাম কংগ্রেসের কর্মী-সমর্থকরা।রবিবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করেছেন বিরোধীরা। গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে।
কালো পতাকা দেখানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।এনআরসি, সিএএ, এনপিআর, আরএসএস, বিজেপি মানছি না, গো ব্যাক অমিত শাহ’। সেইসঙ্গে চলছে স্লোগান। পাশাপাশি স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে বাড়তি কড়াকড়ি শহর জুড়ে । তিলোত্তমা কলকাতার রাস্তার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে।