এদিন রবিবার সকাল প্রায় ১১ টা নাগাদ কলকাতায় অমিত শাহ বিমানবন্দরে পা রাখেন। তিনি শহরে আসা মাত্রই বিক্ষোভ শুরু করে বাম-কংগ্রেস দলগুলি। পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট, সন্তোষপুর থেকে এন্টালি, কৈখালি থেকে শ্যামবাজার— অমিত শাহের সফর ঘিরে বিক্ষোভ বাম-কংগ্রেসের। দিল্লি-কাণ্ডকে সামনে রেখেই দফায় দফায় চলে বিক্ষোভ। অমিত শাহ কলকাতায় পা দেওয়ার পর প্রতিবাদী জমায়েত হয় কলকাতার অন্তত ১০ জায়গায়। কৈখালি, পার্ক সার্কাস, বেকবাগান, সন্তোষপুর, এন্টালি, ধর্মতলা-সহ একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখান বাম কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
সিএএ-র আবহে রাজ্যে এসেছে অমিত শাহ। শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা বিক্ষোভ।
রবিবার,০১/০৩/২০২০
598
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---