দিল্লির ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মাননীয়া সাংসদ মিমি চক্রবর্তী


রবিবার,০১/০৩/২০২০
868

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দিল্লির ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মাননীয়া সাংসদ মিমি চক্রবর্তী :হিংসা কোন জিনিসের উত্তর হতে পারে না।আমাদের  মধ্য ক্ষোভ থাক, রাগ থাক সেটা নীরব  থাকা যায়। সি এ এ এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি কিন্তু তখন কোন আগুন জলেনি ,তখন কোন মানুষের হত্যা হয়নি। সি এ এ এর সমর্থকরা যখন রাস্তায় নেমেছে ইট পাটকেল ছোড়া হয়েছে পেট্রোল বোমা ছোড়া হয়েছে মানুষ হত্যা হয়েছে ।সেটা আমরা কোনদিন সমর্থন করিনা।

 

এছাড়া শুক্রবার জয়নগরের গোয়ালবেড়িয়ায় এই সভায় সাংসদ মিমি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী মন্ত্রী জাভেদ, বিধায়ক নির্মল মণ্ডল, জেলা তৃণমূলের যুব সভাপতি শওকত মোল্লা বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী এবং জেলা পারিষদের কর্মাধক্ষ্য আবু তাহির সর্দার প্রমুখ কর্তারা। এরপর সভা শেষে তিনি সোনারপুর হরিনাভিতে বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত এমএলএ কাপের ফাইনাল প্রতিযোগিতার উদ্বোধনে যান। সেখানে গিয়ে তিনি ছোট বাচ্চাদের প্রতিভার অনেক প্রশংসাও করেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট