পাঁচদিন ধরে তাণ্ডব চলেছে উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ অংশে। প্রকাশ্যে এসেছে হিংসার নানা ছবি। দিল্লির ঘটনা নিয়ে মুখ খুললেন সংসদ মিমি:হিংসা কোন জিনিসের উত্তর হতে পারে না।আমদের মধ্য খোপ থাক, রাগ থাক সেটা নিরোপ থাকা যায়। সি এ এ এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি কিন্তু তখন কোন আগুন জলেনি ,তখন কোন মানুষের হত্যা হয়নি। সি এ এর সমর্থকরা যখন রাস্তায় নেমেছে ইট পাটকেল ছোড়া হয়েছে পেট্রোল বোমা ছোড়া হয়েছে মানুষ হত্যা হয়েছে ।সেটা আমরা কোনদিন সমর্থন করিনা।
দিল্লির ঘটনা নিয়ে মুখ খুললেন সংসদ মিমি:
শনিবার,২৯/০২/২০২০
429
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---