সাতসকালে কালীঘাট ট্রামডিপোর সামনে বেপরোয়া গাড়ির তাণ্ডব


শনিবার,২৯/০২/২০২০
338

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

গাড়ির তান্ডবে জেরবার শহর কলকাতা, চলতি বছরে একাধিক জায়গায় গাড়ির তান্ডবের জেরে দুর্ঘটনা খবর বারবার উঠে এসেছে সংবাদের শিরোনামে। কিছুতেই নিয়ন্ত্রিত হচ্ছে না গাড়ির তান্ডব। জানা যাচ্ছে কালীঘাট ট্রামডিপোর সামনে এক ভদ্রমহিলা রাস্তা পার করার সময় একটি দ্রুত গতিতে আসা এসইউভি তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত হন ঐ ভদ্র মহিলা। স্থানীয়রা তাঁকে তৎক্ষণাৎ এস এস কে এম হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। শহরের রাস্তায় আবারও একবার বেপরোয়া গাড়ির তান্ডব অব্যাহত রয়েছে। তা আরও একবার স্পষ্ট হল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট