ফের দুটি বাসের রেষারেষিতে ঘটল দুর্ঘটনা।


শনিবার,২৯/০২/২০২০
377

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, করুণাময়ী থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল ২১৫এ/১ রুটের একটি বেসরকারি বাস। আর তাঁর পাশের একটি বাসের সাথে দুটি বাসের রেষারেষি চলছিল । এছাড়া বাসটির গতিবেগ ছিল বেশ অনেকটাই। আর রেষারেষির জেরে নিয়ন্ত্রন হারায় একটি বাস, আর বাসটি গিয়ে ধাক্কা মারে এক মেট্রোর পিলারে। দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কের কাছে।পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরেই বাসটির চালক পালিয়ে যায়। আহত হয়েছেন বহু যাত্রী, তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট