শুক্রবারও হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত হিংসায় বলির সংখ্যা ৪৩। জখম শতাধিক।এই হিংসার বলি একজন নিস্পাপ কিশোর। চোখেমুখে ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন। দিল্লীর বর্তমান পরিস্থিতির জেরে সেই স্বপ্ন অধরাই রয়ে গেল, ঝড়ে গেল এক তাজা প্রান, দিল্লীর হিংসা কেড়ে নিয়েছে তাঁর ধীরে ধীরে বুনতে থাকা স্বপ্ন। মঙ্গলবার দুধ আনতে গিয়েই শেষ সব স্বপ্ন । মঙ্গলবার রাজধানীর বুকে যখন গন্ডগোল চলছে সেখানেই আহত হন এই নিস্পাপ কিশোর এরপর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিশোর। নিস্তব্ধ গোটা পাড়া। কান্নার রেশ থামছেনা কিছুতেই। মাঝে মাঝে সেই নিস্তব্ধতা ভেঙে শোনা যাচ্ছে বুকভাঙা হাহকার ।
নিরীহ, নিস্পাপ কিশোরের মৃত্যুতে শোকাহত পরিবার
শনিবার,২৯/০২/২০২০
376
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---