প্রিয়জনকে হারানোর বেদনায় শোকাহত পরিবার


শনিবার,২৯/০২/২০২০
352

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বাতাসে তাজা বারুদের গন্ধে, একের পর এক বাড়িতে অগ্নি সংযোগ সাথে দোকানপাট ভাঙচুর। বেশ কয়েকদিন ধরে রাজধানী দিল্লীর ছবিটা ছিল ঠিক এইরকম। হাসপাতাল গুলিতে চিৎকার প্রিয়জনকে হারানোর বেদনায় শোকাহত গোটা পরিবার। প্রাথমিক এই ধাক্কা এখনও সামলাতে পারেনি অনেকেই। চোখের সামনে এমন ঘটনা ঘটে যাবে অনেকেই কল্পনাও করতে পারেনি। নিমেষের মধ্যেই ধংসস্তুপে পরিনত হয়েছিল রাজধানী। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাত পর্যন্ত হিংসাত্মক ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৩৮, শুক্রবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ৪২-এ পৌঁছেছে| এছাড়াও ২০০ জনেরও বেশি বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন|

 

একটু একটু করে পাল্টাচ্ছে দিল্লির চেহারা।অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দিল্লি সরকার ও প্রশাসন। উপদ্রুত এলাকায় ত্রাণ বিলি করা হচ্ছে। সরকারের পাশাপাশি হিংসা কবলিতদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবীরা ।এছাড়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, ‘চাপা উত্তেজনা থাকলেও, পরিস্থিতি এখন শান্তিপূর্ণ|। পাশাপাশি দিল্লির যুগ্ম কমিশনার(ট্রাফিক) নরেন্দ্র সিংহ বুন্দেলা জানান, উত্তর-পূর্ব দিল্লির আইনশৃঙ্খলার পরিস্থিতি ও ট্রাফিকের অবস্থা — দুটিই স্বাভাবিক। তিনি বলেন, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও শান্ত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট