দিল্লির তেগবাহাদুর হাসপাতাল সূত্রে খবর, গোটা ঘটনায় জখম অবস্থায় ভরতি হয়েছিলেন প্রায়২৫০ জন । তাঁদের মধ্যে এখনও ৩৫জন চিকিত্সাধীন । তবে নতুন করে সংঘর্ষ না দেখা দিলেও, এখনও বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। সবরকমের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স । ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে উত্তর-পূর্ব দিল্লি| শুক্রবার উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় দোকান খুলতে দেখা গিয়েছে| রাস্তাতেও বেরিয়েছেন সাধারণ মানুষ|
ঘটনার পর কেটে গেছে তিনদিন, অথচ আজও থমথমে উত্তর-পূর্ব দিল্লি ।
শনিবার,২৯/০২/২০২০
321
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---