“আমরা হিংসা চাই না, অশান্তি চাই না”।


শনিবার,২৯/০২/২০২০
309

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, সিলমপুর-সহ একাধিক এলাকায় হিংসার আগুন জ্বলে ওঠে। একের অপরের উপর লাঠি, রড নিয়ে চড়াও হয় দু’পক্ষ। একাধিক এলাকায় ওঠে গুলি চালানোর অভিযোগ। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও শান্ত।অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দিল্লি সরকার ও প্রশাসন। উপদ্রুত এলাকায় ত্রাণ বিলি করা হচ্ছে। সরকারের পাশাপাশি হিংসা কবলিতদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবীরা । সুত্রের খবর শুক্রবার দিনের শেষে দিল্লিতে মৃত্যুসংখ্যা ৪২ ছুঁয়েছে।

 

এছাড়া এখনও পর্যন্ত  আহত অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ, । ইতিমধ্যে হিংসার ঘটনায় ১৩০টি এফআইআর দায়ের হয়েছে। গুলি চালানোর ঘটনায় আলাদা করে ৬৫টি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৬৩০জন। পুলিশের আশ্বাসে রাস্তায় বের হচ্ছে উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দা। খুলছে হাতেগোনা দোকান-পাটও।  আগামী কয়েক দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন। সবমিলিয়ে দিল্লির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমজনতার এখনও একটাই আবেদন “আমরা হিংসা চাই না, অশান্তি চাই না”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট