” মানুষ, আইন, ঈশ্বর কেউ তাহির হুসেনকে মাফ করবে না:গৌতম গম্ভীর “


শুক্রবার,২৮/০২/২০২০
391

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

উত্তর-পূর্ব দিল্লির অল-হিন্দ হাসপাতাল লাগোয়া রাস্তায় যেন শ্মশানের স্তব্ধতা নেমেছে। বিকেল অবধি এখানেই টায়ার জ্বালিয়ে, বোমা-গুলি ছুঁড়ে তাণ্ডব চালিয়েছে দাঙ্গাবাজরা। সুত্রের খবর গত মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন ইন্টিলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিসটেন্ট অঙ্কিত শর্মা। সিএএ-সমর্থক বিরোধীদের মধ্যে সংঘর্ষের সময় তিনি উত্তরপূর্ব দিল্লিতেই কর্তব্যরত ছিলেন।মঙ্গলবার জাফরাবাদে নালায় উদ্ধার হয় আইবি আধিকারিক অঙ্কিত শর্মার দেহ। তাঁকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।এই ঘটনায় নাম জড়িয়েছে আম আদমি পার্টির কাউন্সিলর মহম্মদ তাহির হুসেনের।তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, “এই হিংসা ছড়ানোর কাজে যারাই জড়িত থাকবেন তারা কেউই রেয়াত পাবেন না। এমনকি তার নিজের দলের কেউ হলেও নয়।” এই ঘটনায়  এবার সরব হলেন গৌতম গম্ভীর।বৃহস্পতিবার সন্ধেয় এক ট্যুইট বার্তায় পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর লেখেন, ” মানুষ, আইন, ঈশ্বর কেউ তাহির হুসেনকে মাফ করবে না”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট