রাজধানীর বুকে বেশ কয়কদিন ধরে হিংসার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। হিংসার ঘটনায় ঝড়েছে বহু প্রান। কেন এমন ঘটনা ঘটল এই প্রশ্ন ঘোরাফের করছে আমজনতার মনে। এরই মধ্যে বিচারপতি বদলির নির্দেশ ঘিরে আরও একবার সরব হয়েছেন বিরোধীরা। বিচারপতি এস মুরলীধরের বদলি প্রসঙ্গে ট্যুইটারে কটাক্ষ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘এই ঘটনা বিচারপতি লোয়ার কথা স্মরণ করাল। যাঁকে বদলি করা হয়নি’।
এই ঘটনা বিচারপতি লোয়ার কথা স্মরণ করাল। যাঁকে বদলি করা হয়নি’। ঃ রাহুল গান্ধী
শুক্রবার,২৮/০২/২০২০
449
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---