হিংসা সামলাতে দিল্লীর দায়িত্বে শ্রীবাস্তব


শুক্রবার,২৮/০২/২০২০
368

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

গত কয়েকদিনে হিংসার ঘটনায় অনেকেই তাঁর প্রিয়জনকে হারিয়েছেন। কেউ বা হারিয়েছেন নিজের বাবা মা কে আবার কেউ বা হারিয়েছেন তাঁর নিজের ছেলেকে। হাসপাতালে হাহাকার কান্নার রেশ থামছেন কিছুতেই। দিল্লীর অগ্নিগর্ভ পরিস্থিতির জের স্বাভাবিক আতঙ্কের সৃষ্টি হয়েছে দিল্লী বাসীর মনে। গত চার দিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। জখম দেড়শোর বেশি। কয়েকশো কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। হিংসা সামলাতে দিল্লীর দায়িত্ব দেওয়া হল আইপিএস অফিসার এসএন শ্রীবাস্তবকে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট