রাজধানী রাজপথ রক্তে ভিজল ঝড়ল অজস্র প্রান। রাজধানী কার্্যত শশ্মাননগরীতে পরিনত হয়েছে। বহু সাধারন মানুষ আহত হয়েছেন ঘরবাড়ি সহ আন্তিয় পরিজনকে হারিয়েছেন বহু সাধারন মানুষ। জানা যাচ্ছে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯, আহত ২০০-র বেশি। তবে পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে আর কোনও হিংসার খবর আসেনি।বেশ কয়েকদিন ধরে মৃত্যু মিছিল অব্যাহত ছিল দিল্লিতে। সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৩৮। হাসপাতালে হাসপাতালে এখনও হাহাকার।
দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯, আহত ২০০-র বেশি।
শুক্রবার,২৮/০২/২০২০
448
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---