।। কবিতা।।এই তো জীবন || – ঝুমা


বৃহস্পতিবার,২৭/০২/২০২০
1858

।। কবিতা।।এই তো জীবন

ঝুমা

ব্যাস সকাল নটায় অফিস যাওয়া,
আর রাতের বেলায় বাড়ি,
সারাদিনে চারটি রুটি,
আর একটুকু তরকারি,
ব্যাস এইতো জীবন ……

হিসেব নিকেশ কাটাকুটি,
আর ভূত ভবিষ্যৎ ঘাঁটাঘাঁটি,
ব্যয় বাহুল্য ছাঁটাছাঁটি,
সস্তার খোঁজে হাঁটাহাঁটি,
ব্যাস এইতো জীবন …..

রাজনীতির কাটাকাটি,
ট্রেনে পা মাড়ানোয় ফাটাফাটি,
বাসের ভাড়া নিয়ে লাঠালাঠি,
আর বন্ধ-অবরোধ হুটোপুটি,
ব্যাস এই তো জীবন ….

পরচর্চায় খোঁটাখুঁটি,
ঝি এ ঝি এ ঝাঁটাঝাঁটি,
শ্বাশুড়ি – বৌয়ে খুঁটোখুৃঁটি
আর চিকিৎসালয়ে ছুটোছুটি,
ব্যাস এই তো জীবন।

সোম – শনি অফিস হাঁটি,
রবিবারও ঘরে খাটি,
আর ছুটির দিনের বায়নাবাটি,
সঙ্গে আছে ঝগড়া ঝাঁটি,
ব্যাস এই তো জীবন।

ঝুমা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট