আজ ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া বিমানবন্দরে নামতেই নাচ-গানে এবং শঙ্খ বাজিয়ে ভারতীয় রীতিতে স্বাগত জানানো হয় তাঁদের।ট্রাম্পের হিন্দি টুইটের প্রেক্ষিতে মোদী পাল্টা টুইট করে বলেন, “অতিথি দেব ভব।”এখন সবরমতী আশ্রমের নানান ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন।স্টেডিয়ামে তাঁকে স্বাগত জানাতে রাস্তার ধারে জড়ে হয়েছেন লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে মোতেরায় পৌঁছালেন ট্রাম্প। কানায় কানায় ভর্তী মোতেরা স্টেডিয়াম। আজ এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প।
মোতেরায় পৌঁছালেন ট্রাম্প
সোমবার,২৪/০২/২০২০
511
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---