মোতেরার পথে মার্কিন প্রেসিডেন্ট


সোমবার,২৪/০২/২০২০
453

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

স্টেডিয়ামে তাঁকে স্বাগত জানাতে রাস্তার ধারে জড়ে হয়েছেন লক্ষাধিক মানুষ।মোতেরা স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসপিজি কম্যান্ডোরা, স্টেডিয়ামে মহড়া এনএসজি কম্যান্ডোদের। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। কপ্টার থেকেও নজরদারি চলছে।ঝাঁকে ঝাঁকে সাধারন মানুষ রাস্তার দুইপাশে দাঁড়িয়ে রয়েছেন স্বাগত জানানোর জন্য। সবরমতী আশ্রম পরিদর্শন করে তারা গন্তব্য মোতেরা স্টেডিয়াম এর উদ্দেশ্যে বেড়িয়ে গেলেন।

আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প ও মোদি।সেখানে বিশ্বের সর্ববৃহত ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প। আজ বিমানবন্দর থেকে আহমেদাবাদের রাস্তা ধরে সবরতমতী আশ্রমের উদ্দেশে রওনা দিয়েছিলেন  মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে বহু মানুষ উপস্থিত হয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় কোনও খামতি রাখা হয়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট