সস্ত্রীক ট্রাম্পেক আশ্রম ঘুরে দেখালেন প্রধানমন্ত্রী। এছারা তাঁর সাথে রয়েছেন তাঁর ট্রাম্পের স্ত্রী। ট্রাম্পকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন।আজ ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া বিমানবন্দরে নামতেই নাচ-গানে এবং শঙ্খ বাজিয়ে ভারতীয় রীতিতে স্বাগত জানানো হয় তাঁদের। এখন সবরমতী আশ্রমের নানান ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন। এছাড়া কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে সবরমতী আশ্রম। যে পথে তারা আশ্রমে এসেছিলেন আবার সেই পথে তাঁরা আবার যাবেন মোতেরা স্টেডিয়ামে। এবার নিজের গাড়ির উদ্দেশ্যে সস্ত্রীক ট্রাম্প এগিয়ে যাচ্ছেন তাঁর সাথে রয়েছেন প্রধানমন্ত্রী, এবার তাদের গন্তব্য মোতেরা স্টেডিয়াম।
আশ্রমে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-চক্রে যোগ দেবেন সস্ত্রীক ট্রাম্প।
সোমবার,২৪/০২/২০২০
397
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---