ট্রাম্পেড় জন্য সেজে উঠেছে সবরমতী


সোমবার,২৪/০২/২০২০
348

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট। আজ সবরমতী আশ্রমে গেলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কাছে এই সফরের গুরুত্ব কতটা, তার প্রমাণ মিলেছে ট্রাম্পের বলিউডি ট্যুইটে। দিনকয়েক আগে আয়ুষ্মানের ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ ছবির প্রশংসা করে ট্যুইট করেছিলেন তিনি।এদিন সকাল ১১টা ৪০ মিনিটে গুজরাতের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে নামেন  মার্কিন প্রেসিডেন্টের ‘এয়ার ফোর্স ওয়ান’। সেখান থেকে তিনি যান নবনির্মিতমোতেরা স্টেডিয়ামে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট