শুক্রবার গোটা দেশ জুড়ে পালিত হল মহা শিবরাত্রি। দেশের বিভিন্ন প্রান্তে থেকে বহু ভক্ত এসেছিলেন তারকেশ্বর মন্দিরে। এছারা নিজের পরিবারের মঙ্গলকামনায় সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছিল বিভিন্ন মন্দিরে। তবে মহা শিবরাত্রি উপলক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। অনেক বলিউড তারকারাও মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার সন্ধেয় সপরিবারে পানভেলের শিবমন্দিরে দেখা যায় হৃতিক রোশনকে । সঙ্গে ছিলেন সুজান খান । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছে তা মুহুর্তের মধ্যে। এছাড়াও মহা শিবরাত্রি উপলক্ষে পুজো দিয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি।
মহা শিবরাত্রি উপলক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা।
শনিবার,২২/০২/২০২০
861
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---