থেমে গেল ঋষভ এর লড়াই।


শনিবার,২২/০২/২০২০
969

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ আট দিনের লড়াই শেষ। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছোট্ট প্রান। আজ সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিশুটি। এই ঘটনার পর শোকস্তব্ধ গোটা পরিবার। এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না তাঁর পরিবার। বেশ কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই শিশুটি কিন্ত সকাল থেকে চিকিৎসায় আর সেভাবে সাড়া দিচ্ছিল না এই শিশুটি, অবশেষে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যার্থ করে থেমে গেল ঋশভের লড়াই। তাঁর বাড়ির সামনে সকাল থেকেই জমেছে ভীড়। এসেছেন পরিজন, প্রতিবেশীরা, রাজনীতির লোকজন। সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজছেন সকলে। দ্বিতীয় ঋশভ যেন না হয় এমনই প্রার্থনা করছেন প্রতিবেশীরা।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট