কলকাতাঃ ঋষভ সিংহের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বিভিন্ন মহলে, ঋষভের মৃত্যুর পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন, “বলার ভাষা হারিয়েছি। ১৪ ফেব্রুয়ারি পোলবার কামদেবপুরে চুঁচুড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় রাস্তার পাশের নয়ানজুলিতে। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিল দ্বিতীয় শ্রেণির দুই ছাত্র দিব্যাংশু ভগত ও ঋষভ সিংহ।অবশেষে ভোর পাঁচটায় শেষ হয়ে যায় লড়াই। খবর পেয়ে হাসপাতালে চলে আসেন ঋষভের আত্মীয়রা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা।কিন্তু, আটদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে যাওয়া ঋষভ আর চিকিৎসায় তেমন সাড়া দেয়নি। ভোরের দিকে একে একে তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। অবশেষে ভোর পাঁচটায় শেষ হয়ে যায় লড়াই।তবে চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনা আহত অপর ছাত্র দিব্যাংশু আগের তুলনায় ভাল আছে।
আট দিনের লড়াই শেষ ঋষভ সিংহের, শোকের ছায়া বিভিন্ন মহলে,
শনিবার,২২/০২/২০২০
868
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---