শিবরাত্রিকে কেন্দ্র করে সেজে উঠেছে গুজরাতের সোমনাথ মন্দির।


শুক্রবার,২১/০২/২০২০
1018

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

শিবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে চলছে পুজা অর্চনা। সকাল থেকেই পুন্য লাভের আশায় মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মত। শহর কলকাতার বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পুজা পাঠ। জেলা জুড়েও একই ছবি। শিবরাত্রিকে কেন্দ্র করে সেজে উঠেছে গুজরাতের সোমনাথ মন্দির। পুণ্যলাভের আশায় দেশের নানা প্রান্ত থেকে ভিড় করেছেন ভক্তরা। মহা শিবরাত্রি উপলক্ষে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভিড় করেছেন পুণ্যার্থীরা। চলছে পূজার্চনা, হোম-যজ্ঞ। সাধারন মানুষ সকাল থেকেই ভীড় জমিয়েছিলেন বিভিন্ন মন্দির চত্বরে। তারকেশ্বরেও সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগনিত ভক্ত ভীড় জমিয়েছিলেন। এছাড়া শিবরাত্রিকে কেন্দ্র করে সেজে উঠেছে গুজরাতের সোমনাথ মন্দির। মহা শিবরাত্রি সাথধারণত ফাল্গুন মাসের ১৩ বা ১৪ তম দিনে সাধারণত পালিত হয়। বহু ভক্ত সারা রাত জেগে শিবের পুজো করেন। গোটা দেশজুড়ে আজ পালিত হচ্ছে মহাশিবরাত্রি। ভক্তদের বিশ্বাস অনুযায়ী, এদিন মহাদেবের পুজো করলে জীবনে সাফল্য আসে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট