কলকাতাঃ দশকের পর দশক ধরে বাংলা ছায়ছবির জগতে তার অবিস্মরনীয় অভিনয় আজও মনে রেখেছে আপামর বাঙালী। তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকারা৷এ দিন দুপুর একটার পর রবীন্দ্র সদন থেকে কেওড়াতলায় নিয়ে যাওয়া হল তাপস পালের দেহ। সেখানে প্রথমে তাঁকে গান স্যালুট দেওয়া হয়।রবীন্দ্র সদনে তাপস পালের দেহ শায়িত রাখার পর সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে গিয়ে শ্রদ্ধা জানায় আম-জনতা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়রা। অভিনেতাকে অন্তিম শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেক কলাকুশলীরা।প্রিয় নায়ককে এ দিন চোখের জলে বিদায় জানাল আপামর বাঙালি।
‘সাহেব’কে শেষবারের মতো দেখতে এসেছিল অগণিত ভক্ত।
বৃহস্পতিবার,২০/০২/২০২০
736
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---