কলকাতাঃ জীবনের প্রথম বড় পরীক্ষা তাই বাড়তি চাপ বা টেনশান থাকে অনেক পড়ুয়াদের মধ্যে। এ বার তিনি গেলেন নিউ হরাইজন স্কুল। কথা বললেন ছাত্রীদের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে দেখে যেন এক লহমায় পরীক্ষার আতঙ্ক কেটে গেল ছাত্র ও অভিভাবকদের। এছাড়া ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান তিনি। এ বার মোট ১০ লাখ ১৫ হাজার ৮৮৮ জন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৮৩৯।কলকাতার ১৮২টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা চলছে। যে কোনও সমস্যায় পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন কলকাতা পুলিশ। বুধবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা শুরুর আগেও একইভাবে আচমকাই ভবানীপুর গার্লসে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সামান্য কিছুক্ষণ সেখানে থাকলেও তার মধ্যেই পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি।
পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে হাজরার নিউ হরাইজন স্কুলে হাজির হলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার,২০/০২/২০২০
626
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---