প্রশ্ন ফাঁসের গুজবে সরগরম থাকল রাজ্য।


বৃহস্পতিবার,২০/০২/২০২০
610

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

প্রশ্নফাসের গুজব কিছুতেই পিছু ছাড়ছে না পর্ষদের। বিগত বছরেও একই ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু এই বছরেও ছবিটা বদলালো না। এ বার প্রথম দিন বাংলার প্রশ্নপত্রও পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক পরে বাইরে হোয়াটসঅ্যাপে পাওয়া গিয়েছে। স্বাভাবিক ভাবে এই ঘটনার পর উদ্বিগ্ন শিক্ষামহল। এই বছর মাধ্যমিক শুরুর পুর্বেই বেশ কয়েকটি জেলায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। এছাড়া বিভিন্ন পরীক্ষাকেন্দ্র গুলিতে আঁটসাঁট নিরাপত্তা বলয় ছিল।

 

তা সত্বেও কেন এমন ঘটনা ঘটছে এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। একই সঙ্গে পুরনো একটি নির্দেশিকা ফের জারি করে পর্ষদ জানিয়েছে, মোবাইল-সহ ধরা পড়লে সব পরীক্ষা বাতিল হবে। যাকে ‘মেসেজ’ পাঠানো হচ্ছে, তার বিরুদ্ধেও এফআইআর হবে। কিন্তু এত কড়াকড়ির পরেও কীভাবে দিনের পর দিন পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে এতজন ঢুকে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিনও সংবাদমাধ্যমে বলেন, দোষীদের খুঁজে কড়া শাস্তি দেওয়া হবে। এই ঘটনায় কেউই সন্দেহের ঊর্ধ্বে নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট