দক্ষিন ২৪ পরগনাঃ ভোররাতে ভাঙ্গড়ের পোলেরহাট বাজার সংলগ্ন হার্ডওয়ার্সের দোকানে বিধ্বংসী আগুন লাগে। আগুন মুহুর্তের মধ্যে ভয়ঙ্কর আকার নেয়। সাথে সাথে কয়েক মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরতে থাকে আগুন। প্রথমে কলকাতা লেদার কমপ্লেক্স ফায়ার স্টেশন থেকে একটি ও বিধাননগর থেকে দুই দমকলের ইঞ্জিন আসে । কিন্তু আগুনের ভয়াবহতা তীব্র হওয়ায় প্রগতি ময়দান ফায়ার স্টেশন থেকে এক এক করে আরও চারটি ইঞ্জিন আসে ।দমকল বাহিনীর তৎপরতায় অবশেষে নিয়ন্ত্রনে আসে আগুন। এলাকাবাসীদের অভিমত পুলিশ ও প্রশাসনের তৎপরতার কারনে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। তা না হলে এই আগুন আরও ভয়ঙ্কর আকার নিতে পারত। সবমিলিয়ে পুলিশ ও প্রশাসন ও দমকল বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা।
ভাঙড়ের পোলেরহাট বাজারের গোডাউনে বিধ্বংসী আগুন ।
বৃহস্পতিবার,২০/০২/২০২০
942
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---