নামখানাঃ হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর তৈরি হওয়া সেতুর একটি বিমে ফাটল দেখা দিয়েছে। প্রশাসন ও স্থানীয় সুত্রে খবর, নামখানা ব্লকের হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর নারায়ণপুর ও নামখানার সংযোগকারী এই সেতুটি বছর খানেক আগে তৈরি হয়। কেন্দ্রিয় ও রাজ্য সরকার ২২৬ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি হয়। ২০১৯ সালের জানুয়ারি মাসে কাজ শেষ হয়। ২০১৯ সালের মার্চ মাসে প্রায় তিন কিলোমিটার লম্বা এই সেতুটির উদ্বোধন হয়।
এক বছর কাটতে না কাটতেই নামখানার দিকে নদী বাঁধ বরাবর দুটি বিমের একটির দু, জায়গায় ফাটল দেখা দিয়েছে। এই সেতুর উপর দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। বকখালি পর্যটন কেন্দ্রে ও যেতে হয় এই সেতু পেরিয়ে, ফলে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। এ বিষয়ে স্থানীয় মানুষজন পঞ্চায়েত সমিতি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েছেন।
https://youtu.be/8Af9IKRZP04