অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে টলিউডে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন চিরঞ্জিৎ, ইন্দ্রাণী দত্ত, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী রায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর চন্দননগরে জন্ম তাপস পালের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। কলেজে পড়াকালীন পরিচালক তরুণ মজুমদারের চোখে পড়েন তাপস। আসে ‘দাদার কীর্তি’-র অফার। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলা ছবির এই নায়ককে। অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন তাপস পাল। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত আলিপুরের বিধায়ক ছিলেন তিনি।বাংলা ছবিতে তিনি ছিলেন যেন সেই পরিচিত পাশের বাড়ির ছেলে। চন্দননগর থেকে উঠে আসা এক অপরাজেয় নায়ক। আজও বাঙালি দর্শক বার বার সেই ‘দাদার কীর্তি’র তাপসকে মনে করেন।
বাংলা সিনেমা জগত শ্রেষ্ঠ অভিনেতাকে হারাল
মঙ্গলবার,১৮/০২/২০২০
886
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---