‘দাদার কীর্তি’-র সেই সরল সাদাসিধে ছেলের চরিত্রে তাপসের অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে অম্লান।


মঙ্গলবার,১৮/০২/২০২০
879

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

তাঁর মৃত্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদে ফেললেন দীর্ঘদিনের সহ-অভিনেত্রী দেবশ্রী রায়। অভিনেতা তাপস পালের সঙ্গে পর পর বেশ কয়েটি ছবিতে সহ-অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি। বললেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না…’ ‘‘কখনো বুঝতে দেননি একজন অতো বড় মাপের অভিনেতার সঙ্গে অভিনয় করছি। সম্পর্ককে সহজ করে নিতেন বলে অভিনয়টাও অনায়সে বেরিয়ে আসত।’’ স্মৃতি থেকে বললেন রচনা। ১৯৮০-তে তরুণ মজুমদারের সিনেমা ‘দাদার কীর্তি’-র মাধ্যমে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ তাপসের।আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতা তাপস পালকে। বৈদূর্য রহস্য, মায়া মমতা, সমাপ্তি, অনুরাগ, বাহাদুর, ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘গুরুদক্ষিণা’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘পথভোলা’, কুরুক্ষেত্র ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন।

https://www.youtube.com/watch?v=p8teED6n23k

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট