আহত দুই চিকিৎসাধীন শিশুদের দেখতে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়


সোমবার,১৭/০২/২০২০
684

আহত দুই চিকিৎসাধীন শিশুদের দেখতে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এস এস কে এম এর ট্রমা সেন্টার তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসক দের ও সঙ্গে কথা বলে তিনি জানান যে কিছু টা উন্নতি হচ্ছে শিশুদের শারীরিক অবস্থা। তবে তিনি জানান যে পুল কার এর উপরে নাজদারি চালানোর জন্যে স্কুল শিক্ষা সচিব কে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল গুলো ও কে পুল কার এর উপরে নাজদারী চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি বলেন স্কুলগুলোর উপরে দায়িত্ব পড়ে যে তারা পুল কার কি অবস্থায় রয়েছে।সেই দিকে নজর রাখে।

পাশাপাশি যাতে প্রত্যেক পুল কারে ড্রাইভার এর লাইসেন্স সহ ছবি থাকে এবং তার সমস্ত যাবতীয় নথি পত্র ঠিক আছে কি না তাদের ও কর্তব্য পড়ে যে দেখে নেওয়া যে পুল কারের সমস্ত শারীরিক অবস্থা ভালো আছে কি না।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট