আজ নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন ভাঙড়ের মানুষ


সোমবার,১৭/০২/২০২০
525

আজ নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন ভাঙড়ের মানুষ। আজ দুপুর তিনটে নাগাদ ভাঙড়ের পোলেরহাট অঞ্চল থেকে শুরু হয় এক মহামিছিল।আজকের মিছিলে পা মেলালেন আরাবুল ইসলাম, অহিদুল ইসলাম সহ আরও অনেকে।ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্যার নেতৃত্ব হাজার হাজার তৃনমুল কর্মী, সমর্থক আজকের পথসভায় পুরোভাগে ছিলেন।

এন আর সি, এন পি আর, সি এ এ এর বিরুদ্ধে জনজোয়ারের রুপ নিয়েছিল আজকের এই মিছিল। এন আর সি, এন পি আর মানছি না মানবো না, ও বাংলায় এন আর সি হবে না এই ধরনের নানান স্লোগান উচ্চারিত হচ্ছিল মিছিলের পুরোভাগে।সবমিলিয়ে বলা চলে বাংলায় এন আর বিরোধী মিছিল এখনও অব্যাহত রয়েছে তা আরও একবার স্পষ্ট হল।

https://youtu.be/SXxAk4O80bs

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট