বাংলা ধারাবাহিকে বর্তমানে অন্যতম জনপ্রিয় চরিত্র শ্যামা। এছাড়া কৃষ্ণকলি ধারাবাহিকে এই চরিত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী। এবার এই ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। যেখানে এক নতুন লুকে দেখা যাচ্ছে শ্যামাকে। প্রোমোতে দেখা গিয়েছে, শ্যামার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নিখিল। তাঁর ছবিতে ফুলের মালা ছিঁড়ে দিচ্ছেন তিনি। এরপরেই রাস্তায় তাঁর সঙ্গে দেখা হয় গৌরবর্ণা শ্যামার। তিনি বাইক চালাতে পারেন। কিন্তু শ্যামার মতোই হুবহু দেখতে হলেও তিনিই যে আদৌ শ্যামা কিনা তা নিয়ে প্রশ্ন দানা বেধেছে দর্শকমহলে। “কালো মেয়ে শ্যামা কী করে ফরসা হয়ে গেল? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে সকলের মনে।
বাংলা ধারাবাহিক কৃষ্ণকলিতে নতুন চমক
সোমবার,১৭/০২/২০২০
931
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---